২৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সিলেটের কোম্পানীগঞ্জে ঘুরতে এসে নদীতে সাঁতার কাটার সময় নিখোঁজ হওয়া আব্দুস ছালাম (২৩) নামক পর্যটককের সন্ধান এখনও মিলেনি ।
তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। রোববার (২ জুলাই) ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন।
তার সঙ্গে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন জানান, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তারা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় দু’জন নদী সাঁতরে পার হওয়ার সময় প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হলেও আমরা কাজ চালিয়ে যাচ্ছেি ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তার হদিস মেলেনি।
শেয়ার করুন