সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট
বরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী রাজনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এর ৮৯ তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ষিয়ান ব্যক্তিত্ব, ক্ষণজন্মা মনিষীর এই জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান নগরী।

এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সুস্থতা কামনাও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, সাধারণ সম্পাদক রুমিন আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা কিশোর ভট্রাচার্জ্য জনি, প্রভাষক এনামুল হক সুহেল, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, হাফিজুর রহমান শিপলু, মহানগর যুবলীগ নেতা এস ডি সুমেল, শ্রমিক লীগ নেতা ওমর ফয়সল, এবি এম সাঈদ হাসান সুহেল, সাজিদুর রহমান সাজু, মোঃ নাজিম খান, ওয়ার্ড যুবলীগ নেতা আহমেদ মানিক, ডাঃ বাহার উদ্দিন, নিহাদ আহমদ, মাসুম আহমদ, নকুল দাস, মহানগর ছাত্রলীগ নেতা সাকি চৌধুরী, নাঈম আহমদ, মেহেরাজ আহমেদ ।

উল্লেখ্য, মরহুম আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫শে জানুয়ারি বর্তমান সিলেট শহরের ধোপা দিঘির পাড়ে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা এডভোকেট আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা। মা সৈয়দা শাহার বানু চৌধুরী ছিলেন সিলেট মহিলা মুসলিম লীগের সহ-সভানেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *