সাবেক মেয়র আরিফের বক্তব্যে বিএনপিতে তোলপাড়!

সিলেট

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর এক বক্তব্যে সিলেটে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশ্য বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাতেই নিজ বাসায় স্যোসাল মিডিয়ায় ব্রিফিং করেছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির পর আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেছিলেন, ‘আমি এখনো স্থির করি নাই, আমার দলের চেয়ারম্যানকে বলে দিয়েছি—নির্বাচন করলে, সংসদ সদস্য দিলে সিলেট-১ আসনে দিতে হবে। যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে সিলেট সিটিতে মেয়র পদে ডিক্লেয়ার করতে হবে। আমি এটাও বলছি, না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না; আমি আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো কিছু থাকবে না। ’

দলীয় চেয়ারম্যান বলতে বেগম খালেদা জিয়া না তারেক রহমানকে এমনটি বলেছেন তা পরিষ্কার করেননি আরিফুল হক। যদিও সম্প্রতি তিনি লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন।

এই বক্তব্যে আরিফ আরও বলেন, আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো স্থির করি নাই।

এদিকে, বুধবার সকাল থেকেই আরিফুল হক চৌধুরীর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বুধবার রাতে নিজ বাসায় স্যোসাল মিডিয়ায় ব্রিফিং করেন তিনি।

এসময় আরিফ বলেন, ‘আমি আমার কথাগুলো বলছি একভাবে, এটাকে যে যেভাবে নিয়েছেন। আমি বলছি, এমপিতে আমিও প্রার্থী সিলেট-১-এ। এটা সুস্পষ্ট। এখন যদি দল মনে করে আমাকে এমপিতে দেবে না, নগরে দেবে। আমি কখনো আমার দলের বিরুদ্ধে যাইনি। বিএনপি এত কঠিন সময় অতিক্রম করার পরও বিএনপি থেকে একজন লোকও দল থেকে বেরিয়ে যায়নি। দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে। যারা বলছেন, তারা নির্বাচনকে সামনে রেখে আমার ভাবমুর্তি ক্ষুণ্ন করা এবং দলকে একটা প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া যে, দীর্ঘদিন ৪৭ বছর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র দলের বিরুদ্ধে বেফাঁস একটা কথা বলা মিন করছেন তারা। আমি  কাল থেকে বের হবো প্রচার-প্রচারণায়। দল ঠিক করবে কাকে দেবে। তখনতো ঠিক হয়ে যাবে। আমাদের প্রতীক ধানের ছড়া, অন্য কোনো চিন্তা নাই। এসব এডিটিং আল্লাহর ওয়াস্তে বাদ দেন। মূলত, মিটিং শেষ হওয়ার পরে সবাইকে সালাম দেই, আসসামু আলাইকুম।

সাবেক এই মেয়র আরো বলেন, আমি দুঃখিত, আমি আবারো বলব, আমাদের এমন কিছু হয়নি। দীর্ঘদিন কারাবরণ করে আমি এই পর্যায়ে আসছি। যারা এটাকে প্রচার করছেন, তাদের সময় সময়ে ৭ দিন হয়নি। বিএনপি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিচল।

উল্লেখ্য, প্রায় ৩ মাস আগে একটি মসজিদ থেকে ‘ইজাজত’ নিয়ে সিলেট-১ আসনে সংসদ সদস্য পদে প্রচারণায় নামেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। যদিও ৩ মাস পর সংসদ সদস্য পদে শঙ্কার কথা তুলে ধরে একটি মতবিনিময় সভায় বক্তব্য রেখে সমালোচিত হন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *