সাভারে ঢাকা জেলা উত্তর জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

রাজনীতি

 

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে গণমিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখা। তবে গণমিছিলটি শুরু হয়ে মূল সড়কের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সাভার নিউমার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াত ঘোষিত ১০ দফা বাস্তবায়ন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় সকল রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়। গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি শাহাদাত হোসেন।

গণমিছিল শেষে সমাবেশে ঢাকা জেলা উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির অবিলম্বে মুক্তি দিতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ জামায়াত ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ, সাভার পৌরসভা আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহম্মদ, ধামরাই পৌরসভা আমীর জহিরুল ইসলাম, সাভার পৌরসভা জামায়াতে সেক্রেটারি আবদুল কাদের, শিবিরের জেলা সভাপতি রুহুল আমীন ও জেলা সেক্রেটারি সানোয়ার হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *