সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

নড়াইলসহ সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আজ(২৯ জুলাই) শুক্রবার বিকাল চারটায় যশোর জেলার অভয়নগর- মনিরামপুরের সীমান্তবর্তী মশিয়াহাটীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক মহাজোট, রাইচরণ সেবা সংঘ, শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া সংঘ, মশিয়াহাটী আঞ্চলিক মুক্তিযোদ্ধা কমান্ড, ৯৬ গ্রাম হিন্দু কল্যাণ সংঘ, মশিয়াহাটী যুব উন্নয়ন সমিতি, মায়জী ফাউন্ডেশন, ত্রিবেণী স্বেচ্ছাসেবী সংগঠন, মশিয়াহাটী আ লিক উন্নয়ন মূখী সমিতি, ডুমুরতলা নবজাগরণ সংঘসহ এলাকার সর্বস্তরের তিন শতাধিক জনগণ সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন- সারাদেশে সংখ্যালঘু হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর পৈশাচিক শরীরিক ও মানসিক নির্যাতন, ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর,হত্যা,ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগসহ বিশেষ টার্গেট করে সংখ্যালঘু শিক্ষকদের উপর নিপীড়ন ও নির্যাতন একাত্তরের বর্বরতাকে হার মানিয়েছে।আমরা চাই সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হোক ও বর্তমান সরকার ঘোষিত নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সংখ্যালঘু কোটা সংরক্ষণসহ সংখ্যা লঘু মন্ত্রণালয় মন্ত্রণালয় এ সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *