বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের অকুতোভয় আপোসহীন সংগ্রামী ছাত্রনেতা, শ্রেণীহীন শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আজীবন লড়াকু সৈনিক, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের রূপকার, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের বীর সেনানী, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, চিরঞ্জীব জননেতা বীরমুক্তিযোদ্ধা আখতার আহমদের ৩৬তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ জননেতা আখতার আহমদের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে বলেন একটি অসাম্প্রদায়িক শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম আজ সময়ের দাবী। জননেতা লোকমান আহমদ তার বক্তব্যে সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে ঘরে বাইরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানান।
মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ
শেয়ার করুন