আনসারদের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে সিএমএইচের উদ্দেশে রওনা হয়।
হাসনাতকে সিএমএইচে পাঠানো নিয়ে ঢামেক পরিচালক ব্রি. জে. আসাদুজ্জামান বলেছেন, আমরা মূলত এখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছি না। এখানে শতশত মানুষ, কেউ কথা শুনছে না।
ওনার আসলে বিশ্রাম দরকার। তাকে আমরা তত্ত্বাবধানে রেখেছি। কিন্তু এখানে তার বিশ্রাম নিশ্চিত করতে পারছি না আমরা।
তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এই পরিচালক আরও বলেন, তাকে আরও ৪৮ ঘণ্টা অবজারবেশনে রাখতে হবে।
এর আগে, গতকাল রোববার (২৫ আগস্ট) আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। পরে ছাত্র-জনতা সচিবালয়ে আটকা পড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্ধারে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর একটা পর্যায়ে আহত হন হাসনাত।
রাতে আহত হাসনাতের বিষয়ে ব্রি. জে. আসাদুজ্জামান বলেন, হাসনাত আবদুল্লাহর জ্ঞান ফিরেছে, মাথায় এবং ঘাড়ে আঘাত পেয়েছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
শেয়ার করুন