ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
ঘনিয়ে আসছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ জমে উঠছে নবগঠিত ৩৬ নং ওয়ার্ডে। ভোটারদের মধ্যে দেখা দিচ্ছে আনন্দ উৎসাহ।
মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলার প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচার-প্রচারনায়। সিটির ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৬ নম্বর ওয়ার্ডে দেখা গেলো ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন ৫ নং টুলটিকর ইউনিয়ন ০৯ ওয়ার্ডের চার বারের নির্বাচিত মেম্বার রাজা মিয়া।
প্রতীক (টিফিন ক্যারিয়ার মার্কা) পাওয়ার পর থেকে নির্বাচনী গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং ছোটবড় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছেন।
এই ৩৬ নং এলাকার সচেতন মানুষ এবার কাউন্সিলার হিসেবে দেখতে চান রাজা মিয়াকে । এখানকার ভোটার মাসুক মাষ্টার, সাবু মিয়া, মালেক মিয়া, মাসুক মিয়া সহ অনেকেই জানান, ‘ টিফিন ক্যারিয়ার প্রতিকের জোয়ার দেখা উঠেছে ৩৬ নং ওয়ার্ডে । ২১ জুনের নির্বাচনে ইনশাআল্লাহ রাজা মিয়ার টিফিন ক্যারিয়ার প্রতিকেরই জয় নিশ্চিত হবে।
এলাকার মুরুব্বিয়ানরা বলেন, রাজা মিয়া পুর্বে টুলটিকর ইউনিয়ন থাকাকালীন অবস্থায় ৯ নং ওয়ার্ডে টানা চারবার বিপুল ভোটে বিজয় লাভ করেন, তিনি মেম্বার থাকাকালীন অবস্থায় আমরা ওয়ার্ডবাসী সব ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি, উনার থেকে যথাযত সম্মান ও সুখে দুঃখে শান্তনা পেয়েছি। তিনি সব সময় পাশে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন।
আমরা মনে করি সকল কাউন্সিলর প্রার্থীদের চাইতে তিনি বয়সে অনেক বড়, এবং উনার দক্ষতাও রয়েছে।
রাজা মিয়াকে এবার নবগঠিত ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলার হওয়ার সুযোগ দেয়া উচিত। বিগত দিনেও রাজা মিয়া ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন। কাউন্সিলার হলে উন্নয়নের মাত্র বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করেন এলাকাবাসী, সন্ত্রাস মাদক ও সকল ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন রাজা মিয়া।
এলাকার সর্বস্তরের মানুষের বিশ্বাস রাজা মিয়া নির্বাচিত হলে তার দরজা সব সময় উন্মুক্ত থাকবে সাধারণ মানুষের জন্য।
১৬ জুন শুক্রবার জোনাকি এলাকা হতে নতুন বাজার হয়ে আল-ইসলাহ্ এলাকায় দুই শতাধিক সমর্থনকারী সাথে নিয়ে সরেজমিনে গণসংযোগ করতে দেখা মিলে রাজা মিয়াকে । এ সময় দেখা যায় বাসা-বাড়ির বহুতল ভবনগুলোতে থাকা মা-বোনদের কাছে দুহাত তুলে ভোট এবং দোয়া চাচ্ছেন, সর্বস্তরের মানুষের সাথে কোশল বিনিময় করছেন।
অনেকেই তার সাথে একাত্মতা প্রকাশ করে মাথায় হাত বুলিয়ে দোয়া দিচ্ছেন। নির্বাচন নিয়ে কাউন্সিলার প্রার্থী রাজা মিয়া বলেন, এ পর্যন্ত ওয়ার্ডবাসীর কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে এবার ভোটাররা তাকেই নির্বাচিত করতে যাচ্ছেন। এলাকার মুরুব্বিদের পরামর্শে ও আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় করে ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে সিসিক নির্বাচনে অংশ নিয়েছেন।
তাই তিনি মনে করেন, ওয়ার্ডবাসীর প্রতি তাঁর অনেক দায়িত্ব রয়েছে। পুর্বেও তিনি জনগনের ভোটের মাধ্যমে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েও, নিজেকে ওয়ার্ড বাসীর সেবক হিসেবে কাজ করেছেন।
রাজা মিয়া আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, এলাকার পরিবেশ সুন্দর রাখতে কোন ধরনের অন্যায় অপকর্মকে পশ্রয় দেওয়া হবেনা।
৩৬ নং ওয়ার্ড বাসী তাকে নিয়ে একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে রাজা মিয়া ওয়ার্ডবাসীর কাছে দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি সর্বস্তরের মানুষের কাছে ২১ জুন টিফিন মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
শেয়ার করুন