দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্ক রিসোর্টে হামলার মামলার ২নং আসামী যুবদল নেতা আলাউদ্দিন ফারাবি (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিলাম এলাকা থেকে তাকে আটক করে মোগলাবাজার থানা পুলিশ। ফারাবি মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া গ্রামের ছুয়াব আলীর ছেলে। সে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুলের অনুসারী বলে জানা গেছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারী দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দেওয়া হয়।
শেয়ার করুনএদিকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গত ২৩ জানুয়ারী দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি, ছাত্রদল নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। এই মামলার ২নং আসামী আলাউদ্দিন ফারাবিকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি হচ্ছেন উক্ত মামলার আটককৃত একমাত্র আসামী। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি।