সিলেটজুড়ে ডেঙ্গু আতঙ্ক, প্রতিদিন আক্রান্তের গড় ৩

সিলেট

সিলেট বিভাগজুড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুলাই মাসের ১২ দিনে গড়ে প্রতিদিন বিভাগজুড়ে আক্রান্তের শতকরা হার প্রায় ৩। এখনো যদিও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে সচেতন মহল আতঙ্কিত।

মঙ্গলবার সিলেট বিভাগজুড়ে মোট পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন। আর আজ বুধবার শনাক্ত হয়েছেন মোট ৮জন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, বুধবার শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩জন। এছাড়া হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১জন। এদিন সুনামগঞ্জে কোন রোগী শনাক্ত হননি।

এ নিয়ে চলতি জুলাই মাসে সিলেট বিভাগজুড়ে মোট ৩৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ১২ দিনে ৩৪ জন, গড় প্রায় ৩।

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সিলেট বিভাগজুড়ে মোট শনাক্ত হয়েছেন ১০৩জন। এদের মধ্যে আবার সবচেয়ে বেশী শনাক্ত হয়েছেন সিলেট জেলায়, ৭৫জন।

এদিকে সিলেট সিটি করপোরেশনের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাধিন ক্যান্সার ইউনিটসহ নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যায়। সেগুলো ধ্বংস করা হলেও নগরবাসী এ নিয়ে প্রচণ্ড আতঙ্কে আছেন।

সবার ধারণা, মহানগরীর অন্যান্য ওয়ার্ডেও এডিসের লার্ভা  থাকতে পারে।

তবে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা এ নিয়ে কাজ করছেন। যেখানেই এডিসের লার্ভাা পাওয়া যাচ্ছে, তাৎক্ষনিক তা ধ্বংস করা হচ্ছে। পুরো নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *