সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শতাব্দীর ভয়াবহ ও দীর্ঘমেয়াদী বন্যা পরিস্থিতি কাটিয়ে এই কঠিন সময়ে ধৈয্যের সাথে ঈদ উদযাপনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্র্তায় সিলেট মহানগর জামায়াতের সাবেক আমীর এডভোকেট জুবায়ের বলেন, পবিত্র ঈদুল আযহার ইতিহাস ও শিক্ষা মুসলিম উম্মাহকে ত্যাগের সুমহান শিক্ষা দিয়ে যায়। বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় চতুর্দিকে ধ্বংসস্তুপ। অনেক মানুষ বন্যায় তাদের ঘর-বাড়ী আসবাবপত্রের সাথে স্বজনও হারিয়েছে। বন্যার এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠা অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে সিলেটের অনেক পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারে ঈদ আনন্দ নেই বললেই চলে। সামর্থবানদের উচিত ঈদ আনন্দে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে।
ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যায়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। ঈদুল আযহা থেকে শিক্ষা নিয়ে ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। বন্যা নামক এই মুসিবত থেকে রক্ষা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সিলেটবাসী সহ মুসলিম উম্মাহকে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
শেয়ার করুন