সিলেট মহানগরীর উপশহর সাদারপাড়া থেকে কিছুটা সাদাসিধা এক কিশোর গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম ইকবাল। বয়স ১৭ বছর।
গত ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে উপশহরের তেররতন এলাকার সাদাপাড়ার মকসুদ মিয়ার কলোনিস্ত নিজেদের ভাড়া বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি বলে জিডিতে উল্লেখ করেছেন তার বড় ভাই রাজ্জাক মিয়া।
ইকবালকে চেনাজানা প্রায় সব জায়গায়ই খোঁজা হয়েছে। এখন তিনি পুলিশের সহযোগীতা চেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেছেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের প্যান্ট ও সাদা শার্ট। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুটের মতো। মাথায় লম্বা চুল এবং দেখতে হাল্কা-পাতলা গড়নের। গায়ের রঙ শ্যামলা ও মাথায় লম্বা চুল রয়েছে। সে কিছুটা সাধাসিধা ধরনের।
তার সন্ধান পেলে বা কেউ তাকে শনাক্ত করতে পারলে নিকস্থ থানায় অথবা ০১৭৫২৫৪৬৫৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।