সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সমকালকে জানান, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারা কি জন্য তাকে হত্যা করেছে সে বিষয়টি জানার পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন, রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ রোববার সন্ধ্যায় দনা বাজারে যাওয়ার পথে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বাড়িতে নিয়ে তাকে বেঁধে রাখে। লোকজন তাকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫