সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার বিকালে উপজেলার বারহালে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন।। পরে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান ।তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার আবুল হোসেন বলেন, “বিভিন্ন দলের ১০০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
যোগদানকৃতরা বলেন আমরা ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান করেছি।”
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জয়নাল আবেদীন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়,ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায়। আর এই আলোকে আমরা কাজ করছি । তিনি আরও বলেন আমি আপনাদের এই মাটির সন্তান।আমার এই জনপদকে আমি একটি কল্যানমূলক জনপদ হিসাবে গড়ে তুলতে চাই।
এলাকার মুরুব্বি তবারক আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ,গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মন্জুর আহমেদ,সিলেট মহানগর জামায়াতের শাহপরান থানা পশ্চিমের প্রচার সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমদ আল মাসুদ,বর্তমান সভাপতি তারেক আহমদ সহ নেতৃবৃন্দ ।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫