সিলেটের জেলার শ্রেষ্ঠ ওসি বিশ্বনাথ থানার গাজী আতাউর রহমান

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ জুলাই ) সকাল ১০টায় পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এদিকে, গত জুন মাসের মধ্যে বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার,নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ ভয়াবহ বন্যায় ভূমিকা পালন রাখায়, সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী আতাউর রহমান

এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিশ্বনাথবাসীর। সবার সহযোগিতায় ভয়াবহ বন্যার পরিস্থিতি এখানকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সকল কর্মকর্তা ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। অত্র থানার সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টায় আমি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি।
এরপর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। বিভিন্ন অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও চুর-ডাকাত গ্রেফতারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

উল্লেখ্যঃ সিলেটের বিশ্বনাথ থানায় ২০২১ সালের ১০ মে যোগদান করেন ওসি গাজী আতাউর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *