সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে সাবেক বিএনপি নেতা মৃত : মো শহিদুর রহমান এর বাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

সিলেট

নিউজ লাইনঃ অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে মৃত মো শহিদুর রহমান এর বাড়িতে আনুমানিক ৬/৭ জন লোক লাঠিসোঁটা দা চাপাতি এবং দেশীয় অস্ত্রসহ ঢুকে পরে। এই বাড়িতে কয়েকজন শিশু এবং বয়স্ক মহিলা ব্যাতিত কোনো পুরুষ লোক ছিলেন না এই সুযোগে তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে মৃত মো শহিদুর রহমান এর স্ত্রী সোনার বেগম (৬২) এর মাথায় দেশীয় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করর এবং ঘরের ভিতরে ভাঙচুর ও মালার ডাকাতি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পরলে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইল ওসি (তদন্ত ফেঞ্চুগঞ্জ ) বলেন গতকাল বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় মাইজগাঁও ইউনিয়নের সাবেক বিএনপি নেতা মৃত মো শহিদুর রহমান এর বাড়িতে একদল সন্ত্রাসী বাড়ির সামনে এবং পিছনে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর করে। উক্ত ঘটনায় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিতোষ চক্রবর্তী শিব ফেঞ্চুগঞ্জ থানায় মুঠোফনে একটি অভিযোগ করলে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করে আমাদের থানা পুলিশ কিছু আলামত সংগ্রহ করে নিয়ে আসে এবং হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে। অতএব আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা পেয়ে হামলাকারীগ্রেফতার এবং সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *