তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সিলেটের ব্যবসায়ী দিলিল গোলজারকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কোতোয়ালি থানা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে হাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিলিল গোলজার সিলেট নগরীর হাওয়াপাড়ার আপন গুলজার টাওয়ারের স্বত্বাধিকারী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিজকিল গোলজারের সহোদর।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুপুরে দিলিল গোলজারকে আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের ৪১/ ২১ মামলায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, একই আদালতের ৭১১/২০ নং মামলায় ১ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং সিলেটের যুগ্ম জেলা জজ ( প্রথম) আদালতের ৩৯৩/২১ নম্বর মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি দিলিল গোলজার।
তার বিরুদ্ধে যথাক্রমে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, ২৮ জুন ও ২০ সেপ্টেম্বর সকালে এসব মামলার রায় ঘোষণা করা হয়।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিলিল গোলজার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। আমরা তাকে সেই তিন মামলায় গ্রেপ্তার করেছি।
শেয়ার করুন