সিলেটের হারানো ঐতিহ্য ও সম্প্রীতি ফিরিয়ে আনার আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট সম্প্রীতির শহর। এখানকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্য এবং ঐতিহ্য অত্যন্ত শক্তিশালী। অতীতে যেকোনো সংকট বা সমস্যায় দল-মত নির্বিশেষে সবাই মিলে কাজ করতেন। কিন্তু বিগত পনেরো বছরে আমাদের সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গিয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই হারানো সামাজিক ও সাংস্কৃতিক সৌহার্দ্য আবার ফিরিয়ে আনতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক জালালাবাদ-এর আয়োজনে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদক এবং জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আঞ্চলিক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যে ধর্মের মানুষই হই না কেন, অন্য ধর্মের প্রতি সহনশীল হতে হবে। রাজনীতির ক্ষেত্রে ভিন্ন মতাদর্শকে সম্মান করতে হবে। নিজের আদর্শকে এগিয়ে নেব, কিন্তু অন্যকে হেয় করব না। এই জায়গায় যদি সিলেট আগের মতো পথ দেখাতে পারে, তবে পুরো বাংলাদেশও এগিয়ে যাবে।

সিলেটে দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণ করে জামায়াত আমীর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের নামকরণ বিরোধী আন্দোলনসহ সকল ন্যায্য আন্দোলনে সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, প্রতিকূল পরিস্থিতিতেও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। সাংবাদিক ও সুশীল সমাজ সৎ হলে সমাজ দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়।

দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও সাংবাদিক ওলীউল্লাহ নোমান, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান এবং দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি আহমেদ নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইমজার সাবেক সভাপতি মঈন উদ্দিন মনজু, বর্তমান সাধারণ সম্পাদক সাবিক আহমেদ মিঠু, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়সল আহমদ বাবলু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমজাদ হোসাইন, খালেদ আহমদ, আবদুল কাদের তাপাদার, আব্দুর রাজ্জাক, আকাশ চৌধুরী, কাউসার চৌধুরী, আহবাব মোস্তফা খান, নূর আহমদ, গোলজার আহমেদ, শফিক আহমদ শফি, মুনশী ইকবাল, নাজমুল কবির পাভেল, হুমায়ুন কবির লিটন, নওশাদ আহমদ চৌধুরী, এম. রহমান ফারুক, জুলফিকার তাজুল, হাসান মো. শামীম, মহসিন রনি ও জয়নাল আবেদীন আজাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *