সিলেটে অটোরিকশা চালকের গলাকা’টা লা’শ উদ্ধার

সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জে রেললাইনের পাশ থেকে লিল মিয়া (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত লিল মিয়া (৩৫) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আকলু মিয়ার ছেলে। চার সন্তানের জনক লিল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান সিলেট প্রতিদিনকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রেললাইনের পাশে লাশটি থাকায় পরে রেলওয়ে পুলিশ এসে লাশটির সুরতহাল শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এবিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *