সিলেট জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর)। ইতিমধ্যে নির্বাচনে ভোটগ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি উপজেলায় একটি করে ১৩টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে তিনদিন করে ৬দিন ও ভোটের দিনসহ মোট সাত দিন বৈধ অস্ত্র বহনে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।