সিলেটে গতকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙে আজ সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী আজ শনিবার (২৫ মে) বিকাল তিনটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।
তিনি বলেন, ‘বিকাল তিনটায় রেকর্ডকৃত তাপমাত্রা। ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকতে পারে।’ তিনি বাড়তি তাপমাত্রায় সবাইকে সচেতন ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার ছিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৬ মে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে বিরতি দিয়ে দিয়ে তাপমাত্রা বেড়ে চলেছে।
শেয়ার করুন