সিলেটে ঈদে ৯ পরিবারে বিষাদের ছোঁয়া

সিলেট

ঈদ মানে হাসি-খুশি। ঈদ মানে আনন্দ উল্লাস। কিন্তু ঈদের এই আনন্দকে ম্লান করে সিলেটের ৯টি পরিবারে নেমেছে বিষাদের ছোঁয়া। আঁধারে ঢাকা পড়েছে তাদের ঈদ আনন্দ।

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের কবলে পড়ে বিষাদ ছুঁয়েছে ৯ পরিবারের হৃদয়ে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) বিভিন্ন সময় বজ্রপাতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ৯জনের প্রাণহানি হয়েছে।

নিহত ৯ জনের মধ্যে সবাই কৃষক ও খেটে খাওয়া মানুষ। সবাই হাওরে ধান কাটতে ও গরু চড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।

এরমধ্যে সুনামগঞ্জের ছাতকের ৩জন, দোয়ারাবাজারের ২জন, তাহিরপুরের ১জন রয়েছেন। এছাড়াও বালাগঞ্জে ১জন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ২জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন উপজেলায় বেশ কয়েকজন ব্যক্তি।

জানা যায়, রোববার সকালে ছাতকে হাওরে বোরো ধান কাটতে পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আরশ আলী (৫৮), দেবের গাঁও গ্রামের হুসাম মিয়ার পুত্র মহিম মিয়া (১৫) ও চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুস সামাদ (২৮)।

এদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২) হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে বোরো ধান কাটা হচ্ছিল। উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান আলী (১৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী উপজেলার কুকুরকান্দি গ্রামের (৮নং) ওয়ার্ডের হাশেম আলীর তৃতীয় পুত্র। এ সময় বজ্রপাতে রমজান মিয়া (১৫) ও মুকিদ মিয়া (২৫) নামের দুজন আহত হন।

অপরদিকে সিলেটের বালাগঞ্জে রোববার সকাল ১১টার দিকে জমিতে ধান কাটতে গিয়ে আনছার আলী (৭০) নামে এক বৃদ্ধ বজ্রাঘাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

এছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে হাওরে ধান কাটতে ও গরু চড়াতে গিয়ে ২জন বজ্রপাতে নিহত হয়েছেন।

রোববার সকালে  শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক বজ্রপাতের কবলে পড়ে নিহত হয়েছেন। নিহত কৃষক রিয়াজ উদ্দিন (৩২)। তিনি শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের লালবাগ গ্রামের মহব্বত আলীর ছেলে। এঘটনায় জায়দর মিয়া (৫০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ উপজেলায় মাঠের ভেতর গরু চড়াতে গিয়ে বজ্রপাতে সোম শব্দকর (৪২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার একটি গরু মারা গেছে।

নিহত সোম শব্দকর উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গিরীন্দ্র শব্দকরের ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *