
সিলেট: যুক্তরাজ্যে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য সিলেটে অনুষ্ঠিত হলো “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো ২০২৫”, যা আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান এএইচজেড অ্যাসোসিয়েটস।
গত ২৬ জুলাই শনিবার, নগরীর অভিজাত গ্র্যান্ড প্যালেস হোটেল-এ দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হয়। ইউকে-ভিত্তিক উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজনটি।
এএক্সপোতে অংশগ্রহণকারীরা এএইচজেড-এর অভিজ্ঞ কাউন্সেলর, যুক্তরাজ্য-শিক্ষিত বিশেষজ্ঞ, এবং বিভিন্ন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি বিনামূল্যে পরামর্শ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, কোর্স, স্কলারশিপ, স্পট অ্যাডমিশন, ইংলিশ ওয়েভার, পার্টটাইম কাজের সুযোগ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
এক্সপোর বিশেষ আকর্ষণ ছিল MIE English Academy পরিচালিত আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ কোর্স সংক্রান্ত তথ্য উপস্থাপনা। সেখানে জানানো হয়, চলমান অফারের আওতায় মাত্র ৫,০০০ টাকা ফিতে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্পোরেট পেশাজীবীদের জন্য বিশেষ ইংলিশ প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
আয়োজনে উপস্থিত ছিলেন এএইচজেড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, মিডিয়া ও অফিস অ্যাডমিন সাংবাদিক ছিদ্দিকুর রহমান, দরগাহ গেইট শাখার ম্যানেজার সৈয়দা ফাতেহা, চৌহাট্টা শাখার ম্যানেজার নুসরাত ফাতেহা চৌধুরী, এমআইই ইংলিশ একাডেমির কো-অর্ডিনেটর এনায়েত করিম সাজন, সিনিয়র কাউন্সেলর তাহমিনা আক্তার, কাউন্সেলর প্রথমা চৌধুরী, রুমানা ফেরদৌস, রেজাউল করিম, মহিউদ্দিন আহমদ তানভির, পান্থ তালুকদার, জাহিদ হাসান, জুনেদ আহমদ-সহ আরও অনেকেই।
এছাড়াও এএইচজেড-এর সিলেটের দরগাহ গেইট (কর্পোরেট) ও আরএন টাওয়ার (সিটি) শাখার অন্যান্য কর্মকর্তারাও আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন।
উল্লেখ্য, এএইচজেড অ্যাসোসিয়েটস এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশে সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে ইউকে স্টাডি ভিসা প্রসেসিং সেবা দিয়ে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের ১৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে এবং প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে।
সঠিক ও যোগ্য শিক্ষার্থীদের ইউকে-তে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এএইচজেড ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাবে বলে আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন