সিলেটে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট

সিলেট

সিলেটে এখনও জমে ওঠেনি কোরবানির হাট। মূলত ঈদের আগের দিন এবং চাঁদ রাতে জমজমাট হয়ে ওঠে পশুর হাট। এই মুহূর্তে ক্রেতারা এক হাট থেকে আরেক হাট আর খামারে খামারে পশু দেখে বাজার যাচাই করছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, কোরবানির জন্য সিলেট বিভাগে এবার চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তত।

প্রান্তিক পশুপালনকারীদের বাদ দিয়ে তালিকা হলেও এবার সিলেট বিভাগে কোরবানী যোগ্য পশুর ঘাটতি নেই। সুনামগঞ্জ ও হবিগঞ্জে ঘাটতি না থাকলেও মৌলভীবাজারে ঘাটতি রয়েছে কোরবানীর পশুর। তবে সিলেটে চাহিদার বিপরীতে কোনো ঘাটতি না থাকায়, দাম কম থাকার আশাবাদ ক্রেতাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে এবার কোরবানীর পশু উদ্বৃত্ত আছে ৩৬ হাজার ১৪৬টি। বিগত কয়েক বছরের মত এবারও সিলেট বিভাগে বেড়েছে পশুর উৎপাদন। ফলে পশুর সংকট হবে না। সিলেটে কোরবানির পশুর চাহিদা রয়েছে ৩ লাখ ৯৪ হাজার ২৫১টি।বিপরীতে বিভাগজুড়ে প্রস্তুত ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাট জমে ওঠার অপেক্ষায় সিলেটের পশু ব্যবসায়ীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *