সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল ইউনিট চীফ শ্যারিন সি. ফিৎজেরাল্ড।
মঙ্গলবার (০৭ মে) দুপুরে জেলা পরিষদে অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে দু’জনের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের ও সিলেটের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিলেটের সব দলের রাজনৈতিক সহাবস্থানের কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা সিলেটে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
মার্কিন দূতাবাসের রাজনৈতিক ইউনিট চীফ বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। বিগত দিনে করোনাসহ যেকোনো দূর্যোগে বাংলাদেশের পাশে ছিল যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ।
শেয়ার করুন