সিলেটে এবার হকারদের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেট

সিলেটের জিন্দাবাজারে হকার কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় ৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়ির (এএসআই) ইলিয়াসুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-৪/২৫।

মামলায় আসামীরা হলেন, দক্ষিন সুরমা থানার বরইকান্দি ১০নং রোডের হোসপন আলীর ছেলে বন্দরবাজারের হকার নাহিদ (২৩), বন্দরবাজার হকার লিটন (৩০) বন্দরবাজার হকার স্বপন (২৫) সহ অজ্ঞাত ৫০ জন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকার সময় হকার এবং সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ জিন্দাবাজার পয়েন্টে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। এসময় এজাহারে উল্ল্যেখিত নাহিদ, লিটন, স্বপনসহ অজ্ঞাত অজ্ঞাতনামা আসামীরা রাস্তা ছেড়ে না দিয়ে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় বাদী তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলে ১ ২ ও ৩নং আসামী আচমকা পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং বাদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালিসহ অসৌজন্যমূলক কথা বলতে থাকে।

নাহিদ, লিটন, স্বপন আসামী উপস্থিত অন্যান্য হকারদেরকে উত্তেজিত করে এবং একপর্যায়ে নাহিদ, লিটন, স্বপন উত্তেজিত হয়ে বাদীর সাথে উশৃঙ্খল মারমুখি আচরণসহ বাদীকে ধাক্কা দেয়। এক পর্যায়ে আসামীরা বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম ও ভয়ভীতি প্রদর্শন করে।

পুলিশ ঘটনাস্থলে স্থাপনকৃত সিসি টিভি ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশ তার সঙ্গীয় ফোর্স সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে থানায় এসে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *