সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বালুচর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন সাড়ে ৭টার দিকে বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট এক ঘণ্টার মত কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
“তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
শেয়ার করুন