সিলেটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
শিক্ষাবোর্ড সুত্র জানায়, এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজারের মতো।
অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি।
সিলেট জেলায় ৫৯ টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একচল্লিশ হাজার। এর মধ্যে ছাত্র সতেরো হাজার ও ছাত্রী চব্বিশ হাজার।
এদিকে, পরীক্ষা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। শিক্ষাবোর্ডের ভ্রাম্যমাণ বেশকিছু টিম দায়িত্বরত থাকবে।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বছরভর পাঠদান ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
২০২০ ও ২০২১ সালে করোনার কারনে বিঘ্নিত হয় স্বাভাবিক পরীক্ষা, এরপর ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়।