সিলেট মহানগরসহ পুরো জেলায় ডেঙ্গুর প্রকোপ কমে আসছে বলে জানিয়েছে সিলেট সিভিল সার্জন অফিস। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে এ তথ্য জানান সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
তিনি জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় সিলেটে মাত্র ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের দুইজন হাসপাতালে ও দুইজন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল জুলাইয়ের শেষ দিন পর্যন্ত ৭ মাসে সিলেটে ২৫০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বর্তমানে ৩১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাদের ১৭ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৮ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬ জন নগরের উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে কারই অবস্থা আশঙ্কাজনক নয় জানিয়ে ডা. জন্মেজয় দত্ত বলেন, সিলেটে কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক নয়, এছাড়া চলতি মৌসুমে সিলেটে কোনো রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী কমার পাশাপাশি নগরে এডিস মশার লার্ভার ঘনত্বও কমে এসেছে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। আজ মঙ্গলবার দুপুরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এমন তথ্য জানান।
আজ সকালে সিলেট মহানগরে এডিস মশার লার্ভা নিধনে অভিযান পরিচালনা করে সিলেট সিটি করপোরেশন। এতে এ সময় সাতটি স্থানে এডিসের লার্ভার সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসবের মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে ডা. জাহিদুল ইসলাম বলেন, আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ডেঙ্গুর প্রকোপ কমছে, একইসাথে নগরে এডিস মশার লার্ভার ঘনত্বও কমে এসেছে। তবে পুরো অগাস্ট মাস জুড়ে অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন