সিলেটে ক্লিনিকের পাশে মিললো অস্ত্র, বিস্ফোরক

বাংলাদেশ

৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ক্লিনিকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে র‌্যাব-৯, সিলেট, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তোয়াকুল বাজারস্থ ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় ১ হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার করা হয় বলে র‌্যাব বলছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে তারা ধারণা করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে র‌্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেটের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *