সিলেটে গণসমাবেশের স্থান পরিদর্শনে বিএনপি নেতারা

সিলেট

বিএনপি নেতারা জানান, জনসভা, সমাবেশ করার ক্ষেত্রে সিলেটের সবচেয়ে বড় মাঠ হচ্ছে আলিয়া মাদরাসা মাঠ। আগামী ২০ নভেম্বর এই মাঠে গণসমাবেশ করতে চায় বিএনপি। এ লক্ষ্যে মাদরাসা কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে।

মাঠের অবস্থা পর্যবেক্ষণে আজ সকালে পরিদর্শনে যান বিএনপি নেতারা। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের সবক’টি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *