সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কাটা নিয়ে তর্ক ও হাতাহাতিতে জয়নাল নামক এক ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নালের দখলে থাকা একটি গাছ জোরপূর্বক কাটছিলেন প্রতিবেশি মেরাজ উদ্দিন। প্রথমে এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মৃত্যুর আগে প্রতিপক্ষের সাথে জয়নালের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন