সিলেটে চোখের সামনে মাকে হারালো সন্তানরা

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় (ঢাকা-সিলেট) মহাসড়কে তেলের ট্যাংক লরি মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৪৫) নামে অটোরিকশা (সিএনজি) এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।তাদের মধ্যে তিনজনই ওই নারীর সন্তান বলে জানা গেছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল বেতসান্দি ফকিরের গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক করা হয়েছে লরি চালককে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার থানার এসআই শাফি মাহমুদ রাসেল।

আটককৃত ট্যাংক লরি চালক সরোয়ার হোসেন সুজনকে (৩৩) দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামের নবীর হোসেনের ছেলে।

নিহত অটোরিকশা যাত্রী সুলতানা বেগম (৪৫)। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আবদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী। গাড়িতে সুলতানা বেগমের সাথে ছিলেন তার দুই মেয়ে ও এক ছেলে।তাদের চোখের সামনে তাদের মা মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন-একই গ্রামের আবদিতপুরের তোতা মিয়া মেয়ে রিয়া বেগম (১৬), ছেলে রিয়াদ (১২), মেয়ে নূরি (৬), সিএনজি অটোরিক্শা ড্রাইভার মাখন মিয়া (৩২)।

জানা যায়, দুপুর পৌনে ১টার একটি ট্যাংক লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। লালাবাজার-রশিদপুর এলাকার মধ্যবর্তী আসা মাত্র বিপরীতমুখী অটোরিকশার (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে।ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুলতানা বেগম (৪৫) নিহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক লরির চালক ও লরি আটক করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *