সিলেটে ছাত্রদল নেতার বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ

সিলেট
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকির বিরুদ্ধে তার পিতাকে পেটানোর অভিযোগ উঠেছে ।

অভিযোগ করেছেন তার পিতা শাহজালাল জামেয়া ইসলামিয়া মিরাবাজার স্কুলের সাবেক শিক্ষক আব্দুল মহিদ চৌধুরী ।

একাধিক ভিডিও ইতোমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে। জানা গেছে তার এহেন কর্মকাণ্ডে তার পিতা তাকে ত্যাহ্যপুত্র করেছেন।

রোববার ১৬ ই মার্চ  ফেসবুকে ভিডিও বার্তায় এ অভিযোগ করেন এই ছাত্র দল নেতা প্রায় শত বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুল মহিদ চৌধুরী ।

এতে অভিযোগ করা হয়, আব্দুল মহিদ চৌধুরী  ছেলে আব্দুল মুতাকাব্বির সাকির জমিসংক্রান্ত বিরোধ চলছে।ছেলের  উগ্র আচরণের প্রতিবাদ করেন বাবা। এতে ক্ষুব্ধ হয়ে বাবার ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চালান সাকি।

এ অবস্থায় পুলিশি সহায়তায় ছেলে আব্দুল মুতাকাব্বির সাকিকে বাড়ি থেকে বের করা হয়ে ।

ছাত্রদল নেতা আব্দুল মুতাকাব্বির সাকি বলেন তিনি বাবাকে মারধর করেননি ।তবে পারিবারিক সমস্যার কারণে টানা-হেঁচড়ার ঘটনা ঘটেছে মাত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *