সিলেটে ছাত্রলীগের কর্মীকে পুলিশের হাতে তুলে দিল ছাত্র-জনতা

সিলেট

বিয়ানীবাজার থানা প্রাঙ্গণে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার আসামি ছাত্রলীগ কর্মী ফাহিম আহমদকে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌরসভার দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম) এর সফিক উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে তাকে আটক করেন ছাত্র-জনতা। এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফাহিম আহমদ গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার ২৬ নং আসামী। নিহতের স্ত্রী শিরিন বেগম বাদি হয়ে গত বছরের ২৬ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৭। বর্তমানে মামলাটি সিলেট সিআইডি’তে তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *