সিলেটে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

খেলাধুলা

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৩২ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১১৩ রানে ৭ ‍উইকেট হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম টেস্ট বাঁচাতে কিউইদের প্রয়োজন ২১৯ রান অন্যদিকে টাইগারদের দরকার মাত্র ৩ উইকেট।

বাংলাদেশের ৩৩২ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। আউট সুইং ডেলিভারিতে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। সুইপ শট খেলতে গিয়ে মাত্র ২ রানে আউট হন নিউজিল্যান্ড তারকা। চা বিরতিতে থেকে ফেরার পর আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। কিছুক্ষণ পর আবারও কিউই শিবিরে আঘাত হানেন বাঁহাতি এই স্পিনার। টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাইজুল। দলীয় ৮১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন গ্লেন ফিলিপস।

১০২ রানের মাথায় নিউজিল্যান্ডের সপ্তম উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিউই পেসার কাইল জেমিসনকে ফেরান সেই তাইজুল ইসলাম। মাত্র ৯ রান করেন এই দীর্ঘদেহী পেসার। এ নিয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। ড্যারিল মিচেল ৪৪ রানে ও ইশ সৌধি ৭ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *