জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগর শাখার এক মতবিনিময় বুধবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য মো নুরুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) আলী আহমদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক প্রিতম দাশ, কেন্দ্রীয় সদস্য এহতেশামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য আফসানা মুন,মো: জহুরুল ইসলাম, রেজাউল করিম, সৈয়দ বখত চৌধুরী শাফি, নাজিম উদ্দিন শাহান, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
আলোচনা রাখেন অধ্যাপক ড. তোতিউর রহমান, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল, আব্দুল বাতেন চৌধুরী নাদির। বিজ্ঞপ্তি