শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সে অপেক্ষা আরও বাড়ল লাল-সবুজ দলের।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরে সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। এরফলে আজকের ম্যাচটি হয়ে পড়ে সিরিজ নির্ধারণী। তবে এখানে ব্যর্থ হলো টাইগাররা। নুয়ান তুশারার হ্যাটট্রিকে টপ-অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হওয়ার পর শেষ দিকে চেষ্টা করেছিলেন রিশাদ হোসেন।
রিশাদের হাফসেঞ্চুরি রুখতে পারেনি বাংলাদেশের পরাজয়। দল হারলেও এই ইনিংসের মাধ্যমে দেশীয় একটা রেকর্ড গড়েছেন রিশাদ। ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
বিনুরা ফার্নান্ডোকে টেনে মিডউইকেট দিয়ে ইনিংসের সপ্তম ছক্কাটি মেরেছেন রিশাদ। ওই শটে ফিফটিও হয়ে গেছে তার। লেগেছে মাত্র ২৬ বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো বাংলাদেশী ব্যাটারের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও হয়ে গেছে রিশাদের। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৬টি করে ছক্কা হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক।
এরআগে, প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থাকে ১৭৪ রানে। কুশল মেন্ডিস করেছেন সর্বোচ্চ ৮৬ রান।
শেয়ার করুন