সিলেটে টোল প্লাজায় দলীয় পরিচয় ব্যবহার করে নিজের প্রভাব দেখানোর অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
গত শুক্রবার দুপুরে সিলেটের শাহপরাণ বাইপাস সড়কের শাহপরাণ (রহ.) সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। ঐ নেতার নাম জামাল আহমদ। তিনি মোগলাবাজার থানা বিএনপির সদস্য।
জানা গেছে, শুক্রবার দুপুরে ৪-৫ টি বিয়ের গাড়ি নিয়ে শাহপরাণ টোল প্লাজা দিয়ে যাচ্ছিলেন বিএনপি নেতা জামাল। এসময় টোল প্লাজার দায়িত্বরত সড়ক ও জনপদ বিভাগের কর্মী পিংকু তালুকদারকে নিজের পরিচয় দিয়ে টোল না দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে টোল প্লাজার দায়িত্বরতদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ঐ বিএনপি নেতা।
এ ব্যাপারে বিএনপি নেতা জামাল আহমদ সিলেটভিউকে বলেন, এ ঘটনা একেবারে তুচ্ছ। এখানে কোন ঝামেলা হয়নি। আমরা বসে বিষয়টা সমাধান করেছি।
শাহপরাণ (রহ.) সেতুর টোল প্লাজায় ম্যানেজার তানভীর আহমদ বলেন, জামাল আহমদ নামের এক লোক নিজেকে মোগলাবাজার থানা বিএনপির সদস্য বলে পরিচয় দিয়েছেন। এসময় দায়িত্বরত টোল প্লাজার কর্মী এসব দেখার বিষয় না বলেন। এতে ক্ষিপ্ত হন তিনি। পরে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি এসে দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, বিষয়টি জনার পর ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। উভয়পক্ষ বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করেছে।
শেয়ার করুন