সিলেটে ডেঙ্গুরোগী ১ হাজার ছাড়ালো

সিলেট

স্টাফ রিপোর্টার : চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগী ১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নুতন করে আরো ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ২ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ২ জন রয়েছেন। ইতোমধ্যে চলতি মওসুমে সিলেট বিভাগে ডেঙ্গুরোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ৫ দিনে সিলেটে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। গেল আগস্ট মাসে সিলেটে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৫০৭ জন। অথচ চলতি মওসুমের ৭ মাসে অর্থাৎ জানুয়ারী-জুলাই মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। মঙ্গলবার পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারী থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলতি মওসুমে সিলেট বিভাগে মোট ১ হাজার ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১৮৭ জন, সুনামগঞ্জের ৭৪ জন, হবিগঞ্জের ৩৬৮ জন, মৌলভীবাজারের ৮৯ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ২৮৮ জন রয়েছেন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে চিকিৎসাধিন রয়েছেন ৫৩ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে সিলেটে ৪ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আরো ৯ জন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগে পুরো মওসুমে ১ হাজার ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হলেও শুধু আগস্টের ৩১ দিনে শনাক্ত হয়েছেন ৫০৭ জন এবং বাকী ৭ মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এরমধ্যে জানুয়ারীতে ৩, এপ্রিলে ১, মে মাসে ১, জুনে ৫৯ ও জুলাইয়ে ৩৮২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

তবে চলতি মওসুমে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি এবং আক্রান্ত ১ হাজার ৬ জনের মধ্যে ৯৫৩ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *