সিলেটে ডেঙ্গুর চোখ রাঙানি, ওসমানীতে অর্ধেক মূল্যে পরিক্ষা

সিলেট

সিলেটে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আর বর্তমানে সিলেট জেলায় এই জ্বরে আক্রান্ত ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন বাকী নয়জন রোগী নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর জানান, র্ব্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার কারণে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ১ মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকার  বিনিময়ে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।

এদিকে গতকাল বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *