স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত এবং সমমনা দল ও জোট আহুত রোববারে সকাল-সন্ধ্যা অবরোধ সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালের দিকে নগরীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীতে বাড়তে থাকে যান চলাচল।
অবরোধ চলাকালে দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী কম থাকায় সীমিত সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। একই দৃশ্য দেখা গেছে আন্তঃজেলা রোডে। এসব রোডেও যাত্রী কম থাকায় সীমিত বাস চলাচল করেছে।
এদিকে অবরোধ চলাকালে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সতর্ক অবস্থানের কারণে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পিকেটিং ও মিছিল হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।দুপুরে অবরোধ চলাকালে নগরীর শিবগঞ্জ এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর উপশহর মেন্দিবাগ রোডে মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মেডিকেল রোডস্থ কাজলশাহ এলাকায় মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সর্বাত্মক অবরোধের ডাক দেয় বিএনপি। একই দাবিতে একই দিনে অবরোধ ডাকে জামায়াতও।