সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি গঠন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১১ই রবিউল আউয়াল (৮ অক্টোবর) সিলেটে মুবারক র‌্যালি বের করবে। এদিকে র‌্যালি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ “ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি, সিলেট” ঘোষণা করেছেন।

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমানকে আহবায়ক ও সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সিলেট (পশ্চিম) জেলা সভাপতি কবির আহমদ, সিলেট (পূর্ব) জেলা সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট’র সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা সভাপতি ছাদেকুর রহমান, মৌলভীবাজার জেলার সভাপতি কাওছার আহমদ, শাবিপ্রবি সভাপতি গাউসুল আলম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খাঁন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট’র সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান জামী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *