আজ শনিবার ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও লোকসমাগম না করার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগরের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। আজ বিকেল পাঁচটা থেকে পরের দিন ১ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের পক্ষ থেকে টানা ১৩ ঘণ্টা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুদীপ দাস উন্মুক্ত স্থানে সব ধরনের গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছেন।
সিলেট মহানগরের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, আদেশ লঙ্ঘনকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চাইছে পুলিশ।
শেয়ার করুন