গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে শনিবার (১৭ জুন) সকালে সিলেটের নদ-নদীগুলোর পানি ছিলো বিপদসীমা ছুঁইছুঁই। সংশ্লিষ্টদের আশঙ্কাকে সত্যি করে বিকালের মধ্যে সিলেটের প্রধান নদী সুরমায় সেই সীমা ছাড়িয়ে পানি উঠলো আরও উপরে।
সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৩টার দিকে পানি ছাড়িয়ে যায় বিপদসীমা। এসময় এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। বিপদসীমা ছিলো ১২.২৬ পয়েন্ট।
এদিকে সিলেটে গত দুই দিন ২০০ মিলিমিটারের ও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের গত দুই দিনের পরিমাপে দেখা যায় শুক্রবার (১৬ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৭ জুন) সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৫ দশমিক ৫ মিলিমিটার।
আর শনিবার (১৭ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৮ মিলিমিটার।
এছাড়া শনিবার (১৭ জুন) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শেয়ার করুন