সিলেটে দুই দিন ২২ এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেট

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য দুই দিন ৫ ঘন্টা-৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।আগামীকাল শুক্রবার ও শনিবার(৪ফেব্রুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা অবধি নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *