সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (১৫ নভেম্বর) রাত ২টা ৪১ মিনিটে (সিসিটিভির ফুটেজের সময়) দিকে সিলেট নগরীর চৌহাট্টায় শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
এরপর রোববার (১৬ নভেম্বর) ভোরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই দুই ঘটনায় কোনো হতাহত হয়নি।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান চৌধুরী ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইটি মোটরসাইকেলে পাঁচ যুবক হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্স পুরোটাই পুড়ে যায়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, রোববার ভোরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। আমরা জানতে পেরেছি, বাসটি কিছুদিন আগে ভাঙারি হিসেবে কাছে বিক্রি করে দিয়েছিলেন এর মালিক। বাসের মালিকের পরিচয় পাওয়া গেছে। এই দুই ঘটনায় কোনো সংযুক্তি আছে কি না তা খতিয়ে দেখছি।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫