নিউজ লাইন: মূসক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃক আগামী ১২ মার্চ, ২০২৩ খ্রি: তারিখে হতে দ্বিতীয় বারের মত চালু হচ্ছে ভ্রাম্যমান ভ্যাট বুথ। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন, আমদানিকারক প্রতিষ্ঠানসমূহের মূসক ৪.৩ দাখিলে সহায়তা প্রদান, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে এবং করদাতাদের সুবিধার্থে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন এর উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট এর সহকারী কমিশনার জনাব প্রণয় চাকমা এর প্রচেষ্ঠায় দেশের পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় দ্বিতীয় বারের মত ভ্রাম্যমান ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে। ১২ মার্চ, ২০২৩ খ্রিঃ হতে “ভ্রাম্যমান ভ্যাট বুথ” এ সেবা প্রদান করা হবে। ভ্যাট অফিসের কর্তৃপক্ষ আরো জানান যে, সিলেট শহর সহ উপজেলা পর্যায়ের প্রত্যেকটি স্থানে ভ্রাম্যমাণ ভ্যাট বুথে সেবা প্রদান করবেন। ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ করবেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্রাম্যমান ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্রাম্যমান ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
শেয়ার করুন