সিলেট কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত নামা (৬৮) বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল (রহ:) কবরস্থান সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে মাজারকেন্দ্রের পুলিশ।
সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসব তথ্য নিশ্চিত করেন শাহজালাল (রহ:) মাজারকেন্দ্রর ইনচার্জ আব্দুল আজিজ। তিনি জানান, কবরস্থান সংলগ্ন সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারী মাজারের ভবঘুরে ছিলেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫