সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে নিখোঁজ কলেজছাত্র ইয়ামিন আরাফাত হামিমকে (১৯) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন।
তিনি জানান, শুক্রবার সকালে তাকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়ামিন মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর শেখপাড়ার জামাল উদ্দিনের ছেলে।
ইয়ামিন মঙ্গলবার রাতে মোবাইল ফোন বিক্রির কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এ ঘটনায় বুধবার তার বাবা জামাল উদ্দিন মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ওসি মাঈন উদ্দিন আরও জানান, নিজস্ব সূত্রের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকাল আটটার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ইয়ামিন আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
ইয়ামিন আরাফাত সিলেটের দক্ষিণ সুরমার শাহপরান (রহ.) সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
শেয়ার করুন